বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে সদরের বাঁশবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে শামীম হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে এঘটনায় জড়িত সন্দেহে সাইদুল হাওলাদার (৫৫) নামে এক জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯নভেম্বর) রাতে সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ফিরোজ হাওলাদারের বাড়ীর সামনে পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যূপুরি আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসাক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
নিহত শামীম হাওরাদার বাগেরহাটে সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, এঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত থেকেই এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের সাইদুল হাওলাদার (৫৫) নামের একজনকে আটক করা হয়েছে। আটক সাইদুল বড় বাশবাড়িয়া গ্রামের সুনাম উদ্দিন হাওলাদারের ছেলে।