কামরুজ্জামান শিমুল,বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে বসতবাড়ীতে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে কাঠের তৈরী বসত ঘর ও রান্নাঘর। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে এ ঘটনায় প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মূল্যবান সামগ্রীর মধ্যে ঘরে মজুদকৃত চাউল, দলিল সহ নানানা ধরণের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও অবশিষ্ট নেই কিছুই। সব হারিয়ে সদ্য প্রসূতি বাচ্চা নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।
ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের কান্দাপাড়া গ্রামে। গতকাল রাত দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানাগেছে, কান্দাপাড়া গ্রামের ফজর শেখের স্ত্রী সন্তান প্রসব জনিত কারনে তার বাবার বাড়ীতে অবস্থান করছিলো এবং ফজর আলী তার চাকরির সুবাদে খুলনায় থাকেন। রাত দেড়টার দিকে ফজর শেখের ভাই টুকু শেখ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার ডাক চিৎকার দেয়। স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কাঠের তৈরী ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুটি ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের বাগেরহাটের উপ- পরিচালক মোঃ শাহাজাহান সিরাজ জানান, রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তার আগেই ঘর দুটিসহ ঘরে থাকা সকল আসবাবপত্র ও কাপড়চোপড় লেপ তোষক, মূল্যবান দলিলপত্র সব পুড়ে ভষ্মীভূত হয়। এতে আনুমানিক চারলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি। তবে কি কারণে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।