বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে বাউল ভুবনের ১৪ বছর পূর্তিতে বাউল সন্ধ্য অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের এসিলহা মিলনায়তনে বাউল ভ্থবনের সভাপতি এ্যাডভোকেট মাহাবুব মোরর্শেদ লালনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফকির ইফতেখারুল ইসলাম রানার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম,প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী,বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, দূনীতি দমন কমিশনের পিপি এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী।এসময় অন্যানদের মধ্যে বক্তৃতা করেন বাউল ভুবনের সহসভাপতি তালুকদার রিনা সুলতানা, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো: হামিমুর রহমান,নির্বাহী সদস্য এমরান খান হিরো প্রমূখ। আলোচনা সভাশেষে সকল শহীদদেও স্মরণে এক মনোজ্ঞো বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।