মেহেদি হাসান নয়ন,বাগেরহাটঃ
বাগেরহাটে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে।
শনিবার দুপুরে ফকিরহাটের কাটাখালী মোড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তাদের আটক করে পুলিশ, আটককৃতদের বিকালে পুলিশ ফকিরহাট থানায় দায়েরকৃত বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটি এম আকরাম হোসেন তালিম দাবি করেছেন, বাগেরহাটে গণমিছিলকে কেন্দ্র করে শনিবার সকালে শাসকদলের ক্যাডাররা তার বাড়িসহ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের কার্যালয় ও জেলা শ্রমিকদলের সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর চালিয়েছে।বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এস এম আমরাফুল আলম জানান, রাজনৈতিক কর্মসূচির নামে একদল লোক মিছিল করে শনিবার দুপুরে ফকিরহাটের কাটাখালী মোড়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে। আটককৃতদের বিকালে ফকিরহাট থানায় দায়েরকৃত বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।