এসকে এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় করিম তালুকদার(৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ মে) সকালে মোরেলগঞ্জ থানা পুলিশ ভাষান্দল গ্রামের বৃদ্ধের নিজ বাড়ির বাগন থেকে এই মরদেহ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার হওয়া করিম তালুকদার মোরেলগঞ্জ উপজেলার ভাষান্দল গ্রামের মফেজ উদ্দিন তালুকদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী রাশিদা বেগম বলেন, ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। পরে দেখি ঘরের সামনে গাছের সাথে ঝুলছে আমার স্বামীর মরদেহ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানতে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।