মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাটে শিমুল ফুলে প্রকৃতির নতুন রূপ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

মোঃ মিরাজুল শেখ,বাগেরহাট প্রতিনিধিঃ

গরমকালের পরেই শীতকালের আগমন হয়। আর শীতকাল এসে প্রায় শেষের দিকে।এরই মধ্যে বৈ,তে শুরু করেছে বসন্ত আগমনের মনোমুগ্ধকর হাওয়া।গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে শিমুল ফুল।বিদায় নিচ্ছে শীতকাল প্রকৃতির আপন ভূবনে বসন্তের আগমনে ফুটেছে তার আপন মনে শিমুল ফুল।,ফাগুনের আগুন রাঙারুপে সাজবে প্রকৃতি। ফুলে-ফুলে সুবাসিত ও সৌন্দর্য্য ছড়াবে চারিদিকে। বসন্তের শুরুতে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পড়বে।খোলা মাথার গাছগুলো হবে আগুনের লাল ফুলকী।পল্লবহীন বৃক্ষগুলো যেন বৈদুতিক লাল শিখা রুপে।থোকায় থোকায় ফূটে লাল পাপড়ি মেলে সৌন্দর্য বিলাচ্ছে। দূর থেকে হঠাৎ দেখলে ঠিক মনে হবে,কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছেন।নিঃসঙ্গ যুগে যুগে শিমুল ফুল নিয়ে গান,গল্প,কবিতা,উপন্যাস লিখেছেন অনেক সাহিত্যিক। বাংলাদেশে এমন কোনো অঞ্চল নেই যেখানে শিমুল ফুলের দেখা পাবে না ।

বাগেরহাটের বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামে দেখা গেছে,পথের পাশে শিমুলের গাছ, যেন অনন্য সৌন্দর্য।গাছে,গাছে ফুটে আছে শিমুল ফুল। চারিদিকে ছড়িয়ে পড়ছে এই ফুলের পাগল করা সৌন্দয্যর কিরন। বাতাসে মিশে সৃষ্টি করছে মনোমুগ্ধকর মৌ মৌ গন্ধ ও সৌন্দর্য্য। যে গন্ধ ও সৌন্দর্য্য মানুষের মনকে করে তুলে বিমোহিত। সেই সাথে পাখিরাও যেন সেই প্রকৃতির ছোঁয়া নিচ্ছে। তাই শিমুল ফুলের কাছে বেশিই কদর বেড়েছে পাখির।এদিকে মধু সংগ্রহ করতে মৌমাছিরা ডানা মেলে ভিড় করছে শিমুল গাছের ডালে ডালে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে শিমুলের এই ফুলগুলো। গ্রাম অঞ্চলের আনাচে কানাচে ও বাঙ্গালীরা শিমুল চাষ করে থাকেন।

এদিকে বাগেরহাটে বিভিন্ন চাষ যেমন ধান ,পান, ,গম এবং মাছ চাষের পুকুরের পাড় ও বাড়ির চার পাশজুড়ে দেখা যায় শিমুল গাছ। আর গাছের ডালে ডালে ফুটছে শিমুল ফুল। তবে শিমুলের তুলার ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর শিমুলের তুলার বাম্পার ফলন হবে বলে মনে করছেন শিমুল তুলা চাষিরা। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ফুলে ভরে গেছে বাগানসহ ব্যাক্তি উদ্যোগে লাগানো শিমুল গাছগুলো। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারন মানুষের সাথে কথা বলে জানতে পারি যে শিমুলের ফুলে শুধু সৌন্দর্য্য ছড়াই না,শিমুলের তুলায় আমাদের আরামদায়ক বিছানায় শিমুলের তুলা অতুলনীয়।বাগানে বাড়ির আশেপাশে পড়ে থাকা পরিত্যক্ত যায়গায় শিমুল গাছের জন্য উত্তম।

বাগেরহাটের কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন,গত এক সপ্তাহ থেকে গাছে শিমুলের ফুল আসতে শুরু করেছে। মূলত আবহাওয়ার কারণে দেশীয় জাতের গাছে এই আগাম শিমুল ফুল আসা শুরু করেছে।এ সময় বিভিন্ন পোকা মাকড় গাছের পাতা ছিদ্র করে ফেলে ফুলের তেমন কোনো ক্ষতি হয় না।এ পোকা দমনে বালইনাশক স্প্রে করলে তা আক্রমণ করতে পারে না। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে শিমুলের তুলা খুব ভালো ফলন পাওয়া যাবে বলে মনে করেন তিনি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।