এস এম হুমায়ুন, জেলা প্রতিনিধি, বাগেরহাটঃ
বাগেরহাটে অনলাইন জুয়ার মাধ্যমে ই ট্রানজেকশন করে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন (২৯) ও শেখ রিপন উদ্দিন নামে দই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়। বৃহস্পতিবার ( ৮ জুন) দুপুরে বাগেরহাট সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সোহাগ রামপাল উপজেলার বৃচাকশ্রী গ্রামের সৈয়দ মুনতাজ আলীর ছেলে ও রিপন উদ্দিন উপজেলার কুমলাই গ্রামেরশেখ আলী আকবরের ছেলে।
সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু জানান, দীর্ঘদিন যাবৎ অনলাইন জুয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ম বহিরভূত ভিাবে ই- ট্রানজেকশন করে বিপুল পরিমান অর্থ লেনদেন করে আসছে অনলাইন জুয়ার একটি চক্র । এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় হাতে নাতে নগদ টাকা, মোবাইল ও কম্পিউটারসহ তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান,আমাদের এ অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে বাগেরহাট সিআইডি পুলিশের এসআই (নিঃ) তুষার দেবনাথ বাদী হয়ে রামপাল থানায় ডিজিটাল নিরাপত্তা আিইন ২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।