ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে মোটরসাইকেল সেফটি রাইডিং ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। মংগলবার সকাল ৯ঃ০০টা থেকে ১ঃ০০টা পর্যন্ত জেলার খান জাহান আলী (রঃ) মাজার সংলগ্ন দরগার মাঠে ট্রেনিংটি অনুষ্ঠিত হয়। নিউ স্বপ্ন মটরস্ বাগেরহাট এর আয়োজনে শতাধিক হোন্ডা বাইক রাইডার সমন্বয়ে মোটরসাইকেল প্রস্তুত ও বাজারজাত কোম্পানি হোন্ডা মোটরসাইকেল কোম্পানি লিঃ সেফটি বাইক রাইডিং ট্রেনিংটি বাস্তবায়ন করে। "রাইড স্মার্ট - রাইড সেফ এন্ড রাইড উইথ রেসপেক্ট" প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর চীফ ইনস্ট্রাক্টর এন্ড সেকশন হেড সেফটি রাইড এন্ড প্রোমোশন মোঃ শহীদুল ইসলাম, ইনস্ট্রাক্টর এন্ড সেকশন হেড সেফটি রাইড এন্ড প্রোমোশন আহসান হাবীব, ইনস্ট্রাক্টর এন্ড সেকশন হেড সেফটি রাইড এন্ড প্রোমোশন মনিরুল ইসলাম, ইনস্ট্রাক্টর এন্ড সেকশন হেড সেফটি রাইড এন্ড প্রোমোশন ক্লে চৌধুরী জুই, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বিআরটিএ ইন্সপেক্টর রনজিৎ হালদার, নিউ স্বপ্ন মটরস এর প্রোপ্রাইটর হাওলাদার জাকির হোসেন, ম্যানেজার ওয়াহিদুজ্জামান, সিনিয়র সেলস এক্সিকিউটিভ সরদার নাজমুল হোসেন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনা থেকে ব্যক্তিগত সুরক্ষা ও সড়কে রাইডিং সংক্রান্ত শৃংখলা আনয়নে এ প্রশিক্ষন সকল বাইক রাইডারদের একান্ত জরুরী বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত বাইকাররা।
প্রশিক্ষণ শেষে লাঞ্চ পরবর্তী উপস্থিত সকলের মাঝে কোম্পানিটির পক্ষ থেকে জ্যাকেট সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।