এসকে এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ
কচুয়ায় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমানের সাথে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ মিনিটে কচুয়া উপজেলা পরিষদের হল রুমে,কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুল রহমান।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাছলিমা বেগম,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার আবুবকর সিদ্দিক,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সহ কচুয়া উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাগণ।
উক্ত মতবিনিময় সভায় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত ২৫ দফা পালন সহ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সেবার মান বৃদ্ধির জন্য সকল বিভাগীয় কর্মকর্তাদের পরামর্শ সহ বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।এছারা সাংবাদিকদের প্রশ্নত্তরপর্বে বলেন কচুয়া উপজেলার উন্নয়নের জন্য তিনি সব সময় বদ্ধপরিকর। তাছারা ২০৪১ সালের মধ্য স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে নিরলস ভাবে শ্রম দেওয়ার জন্য সুশিল সমাজ সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।
এছারা তিনি নির্দেশ দিয়েছেন কচুয়া উপজেলায় মাদক,মেয়াদাত্তীর্ণ ঔষুধ সহ অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরা,অসাধু ব্যাবসায়ীদের অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা বিষয়ে আলোচনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কঠোর ভাবে দেখভাল করার জন্য নিদের্শ দেন।