বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাদশা শেখ (২৯) নামে এক ব্যাক্তিকে বেধরক মারধর ও জীবন নাশের হুমকি, এব্যাপারে থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়রি যার জিডি নাম্বার ৬৫৮/তাং-১৪/৬/২০২২ করেন ।
অভিযোগ সুত্রে জানা যায় পুর্বের শত্রুতার জের ধরে (১২/৬/২০২২) রবিবার সন্ধ্যার ফকিরহাট থানার মেগনী তলা জামে মসজিদ সংলগ্ন আনচিুর রহমান টিটু (৪৮) সাথে বাদশা শেখ এর দেখা হলে টিটু অকথ্য ভাষায় গালিগালাজ করে । আনচিুর রহমান টিটু কে গালিগালাজ করতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে বাদশা শেখ কে এলোপাতাড়ি মারধর ও ভগ্নিপতির বাড়ির গেট ভাংচুর করে। পরে বাদশা শেখ কে স্থানীয় কয়েকজন অচেতন অবস্থায় ফকিহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে ফকিরহাট মডলে থানার অফিসার ইনচার্জ মুঃ আলিমুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থ গ্রহন করা হবে।