বাগেরহাট প্রতিনিধিঃ
১০ দফা দাবীতে আগামী ৪ ফেব্রুয়ারী বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বাগেরহাট জেলা বিএনপি প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে জেলা বিএনপির দলিয় কার্যালয়ে বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার সব সাংগঠনিক ইউনিটের বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ সভায় অন্যান্যদেও মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সাহেদ আলী রবি, হাফিজুর রহমান, শরিফুল কালাম কারিম, জেলা যুবদলের সহ সভাপতি মো: নাজমুল হুদা, ছাত্রদলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ,শ্রমিকদলের সভাপতি সরদার আতিয়ার রহমান, মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার,
সেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল প্রমূখ।
সভায় প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী বলেন, ‘জনগণ নির্বাচন চায় অবাধ এবং সুষ্ঠু। যেটা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সম্ভব না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা অতিসত্বর প্রত্যাহার করতে হবে। নির্দলীয় সরকারের অধিনে সংসদ নির্বাচন দাবীতে চলমান গনতন্ত্র পূরুদ্ধার আন্দোলন আরো বেগবান করতে আগামী ৪ ফেব্রুয়ারী
বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।