সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ
বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরে দেশি-বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি বাড়িয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে বর্ধিত ফি কার্যকর করা হয়েছে। তবে শিশু থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ষাটগম্বুজ মসজিদে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে স্বাক্ষরিত এক কার্যবিবরণী অনুযায়ী ওই আদেশ জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান মো. জায়েদ ।
ষাটগম্বুজ মসজিদে দেশি পর্যটকদের জন্য নতুন প্রবেশ ফি ৩০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ২০ টাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি করা হয়েছে ১০ টাকা, যা আগে ছিল মাত্র ৫ টাকা। বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি করা হয়েছে ৫০০ টাকা, যা আগে ছিল ২০০ টাকা। সার্কভুক্ত দেশগুলোর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি করা হয়েছে ২০০ টাকা, যা আগে ছিল ১০০ টাকা।
বিশ্ব ঐতিহ্য এই স্থাপনায় গাড়ি পার্কিং ফিও বাড়ানো হয়েছে মোটরসাইকেল পার্কিং ফি করা হয়েছে ২০ টাকা, যা আগে ছিল মাত্র ১০ টাকা। জিপ, প্রাইভেট কার ও মাইক্রো পার্কিং ফি
৫০টাকার স্থলে ৭০ টাকা করা হয়েছে। বাজ ও ট্রাক ১০০ টাকার স্থলে ২৫০ টাকা করা হয়েছে।এসবের সাথে অতিরিক্ত পনেরো শতাংশ ভ্যাট গুনতে হবে গাড়ির মালিকের।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাগেরহাটের কাস্টোডিয়ান মো. জায়েদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরে প্রবেশ ফি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে আমরা এই ফি কার্যকর করেছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ফি চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।