মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের অধীনে বাৎসরিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬-১১-২০২৪) ৩টি বিষয়ে (বাংলা,ইংরেজী ও অংক ) সকাল ১০টা থেকে ৩ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলার, বাঘা ও আড়ানী দুটি কেন্দ্রে নার্সারি থেকে ৫ম শ্রেণীর মোট ৫১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে আড়ানী কেন্দ্রে ৬টি স্কুলের ১৭৩ জন ও বাঘা কেন্দ্রে ৯ টি স্কুলের ৩৩৭ জন।
কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীদের মা-বাবা।
ইনভিজিলেটর টিমের লিডার রাজশাহী সমিতির প্রতিনিধি কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
৫ম শ্রেণীর পরীক্ষার্থী হুমাইরা জান্নাতের মা জায়েদা বেগম জানান,পরীক্ষার পরিবেশ দেখে তিনি খুশি। এসোসিয়েশনের বাঘা শাখার সভাপতি সোলাইমান হোসেন বলেন, আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।