প্রশান্ত বিশ্বাস,যশোর প্রতিনিধিঃ
যশোরের জেলার বাঘারপাড়ায় যথাযথ মর্যাদায় পালিত হলো ভাষা শহীদের প্রতি ….২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের শুভেচ্ছা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি……আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একটি দিন। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা ভাষা শহীদদের রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ।জাতির সূর্য সন্তানদের প্রতি একুশের প্রথম প্রহরে বামনা উপজেলা প্রশাসন, সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য ও ৮৮, যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রনজিত কুমার রায় ,আরোও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বাঘারপাড়া উপজেলা ভারপ্রাপ্ত। নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহদয় ফিরোজ উদ্দিন উপজেলা আওয়ামীলীগ পৌর মেয়র কামরুজ্জান বাচ্চু ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষ ।