প্রশান্ত বিশ্বাস,যশোর প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার (০৭ মার্চ) ২০২৩ সকাল ১১ টায় যশোরের জেলার বাঘারপাড়া থানা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা পতাকা উত্তোলনের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
১৯৭১ সালের ৭ মার্চ পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে একটি তর্জনীর ইশারায় গর্জে উঠেছিলেন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) সাড়ে সাত কোটি মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উঠিয়ে সেই ভাষণ এখন ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালির জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য, বাঙালি তথা বিশ্বের সব লাঞ্ছিত-বঞ্চিত, নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির সনদ। ৭ মার্চের ভাষণ বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রেরণা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল এবং বিশ্বে সর্বাধিকবার প্রচারিত ও শ্রবণকৃত ভাষণ।
দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন যশোরের জেলার বাঘারপাড়া থানার, উপজেলা আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য ও ৮৮, যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রনজিত কুমার রায় ,আরোও উপস্থিত , বাঘারপাড়া উপজেলা ভারপ্রাপ্ত। নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসী, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহদয় ফিরোজ উদ্দিন উপজেলা আওয়ামীলীগ পৌর মেয়র কামরুজ্জান বাচ্চু ও সাইফুজ্জামান ভোলা, বাঘাপড়া উপজেলার মহিলা লীগ যুগ্ন আহবায়ক অনামিকা ভৌমিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ , তাঁতী লীগ, মৎসজীবী লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।