প্রশান্ত বিশ্বাস বাঘারপাড়া যশোর (প্রতিনিধি)
বাঘারপাড়া উপজেলা একটি দর্শনীয় স্থান হাজরাতলা (কালুডাংগা) মহাশশ্বান ধলগ্রাম ইউনিয়নের বরভাগ অবস্থিত। হাজার ও সৃতি জড়িত সনাতনী ধর্মালব্মী ও বিশস্ত হাজরা ঠাকুরের মাটির গুন ও কৃপা দেশ বিদেশ ভক্তদের জন্যা,
আজ ২৫ বৈশাখ বাংলা ১৪২৯ রোজ সোমবার মহা নামযোগ্য অধিবাস ও গঙ্গা স্নান হরিচাঁদ ঠাকুরের অধিবাস মধ্যে দিয়ে শুরু হয়। সনাতন
০৯-০৫- ২০২৩।
যশোরের জেলার বাঘারপাড়া থানা ধলগ্রাম ইউনিয়ন কালুডাংগা হাজরাতলা বৈশাখ মাসে পালিত হলো শত বর্ষের প্রাচীন তম নিদর্শন বৈশাখী মেলা হাজারো ভক্ত দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, অত্র বাঘারপাড়া
যশোরের জেলার বাঘারপাড়া থানা ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামের হাজরাতলা সর্বজানীন মহাশ্মশানে দুদিন ব্যাপী ২৩ তম বার্ষিক তারকব্রহ্ম নাম যোগ্যা ও প্রতি বছরের ন্যায় বৈশাখ মাসের শেষ মঙ্গল গ্রামিন মেলার আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে দূর দূরন্ত থেকে ভক্তরা এসেছেন কেউ বা পায়ে হেঁটে কেউ বা যান বাহন করে গন্তব্য স্থানে এসেছেন। উক্ত অনুষ্ঠানে আশা লক্ষ ভক্তের পদচারণায় গড়ে উঠে এক মিলন মেলা ও মতুয়া দল ডাংক্কা রিশেন বাশি কাশি সিংঙা নিয়ে আরাধনার মধ্যে দিয়ে চলে ভক্তের ভক্তি প্রকাশ করা। আনুমানিক ১০ থেকে - ১৫ জেলা থেকে ভক্তদের আগমন ঘটে মতুয়া । এছাড়াও ভক্ত ও দর্শনাথীদের জন্য প্রসাধের ও ব্যাবস্থা পাশাপাশি গ্রামীন মেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৮৮- ৪ আসনের মননীয় জাতীয় সাংসদ সদস্য জনাব রণজিৎ কুমার রায় এমপি মহোদয়, অধ্যাপক আজগর আলী বাঘারপাড়া ডিগ্রি কলেজ উপদেষ্টা জনাব সুবাষ দেবনাথ অভিরাম সাবেক চেয়ারম্যান ৫ নং ধলগ্রাম ইউনিয়ন। আরো ছিলেন জনাব অরুন অধিকারী। তত্ববাধনেঃ সুবাষ বিশ্বাস ও বিজন বিশ্বাস, যুব সমাজের তরুন্নের প্রতীক বিশান বিশ্বাস, সহ সার্বিক কালুডাংগা ভক্ত বৃন্দ ও এলাকাবাসী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।