প্রশান্ত বিশ্বাস, যশোর বাঘারপাড়া প্রতিনিধিঃ
গোসল করতে গিয়ে চিত্রা নদীতে ডুবে এক কিশোরের মৃ’ত্যু হয়েছে। নি’খোঁ’জের দুই ঘণ্টা পর তার মৃ’ত’দে’হ নদী থেকে উ’দ্ধার হয়।
সোমবার (১মে ) সকাল পৌনে ১২ টার দিকে প্রতিদিনের মতো পার্শ্ববর্তী চরপাড়ায় চিত্রা নদীর ঘাটে গোসল করতে নামে। মৃ’ত কিশোর সজীব মোল্যা (১২) পিতা মোঃ ছাদ্দাম মোল্যা (৩০) মৃত সজীব মোল্যা যশোরের বাঘারপাড়া উপজেলা ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া চরপাড়া গ্রামের ছাদ্দাম মোল্যা একমাত্র ছেলে। সে প্রতিবন্ধী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) , ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, সোমবার দুপুর পৌনে ১২ টার দিকে গোসল করতে নামে সজীব । এক পর্যায়ে সে নদীতে নি’খোঁ’জ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নদীতে অনেক খোঁ’জা’খু’জি করে না পেয়ে তৎক্ষণাৎ স্থানীয় জনগন বাঘারপাড়া ফায়ার স্টোশনে ফোন দেয়, বাঘারপাড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘ’ট’নাস্থ’লে যান। ডুবুরি দলকে খবর দেওয়া হয়। দুপুর ৩ টার দিকে পুনরায় ছেলের খোঁ’জে নদীতে নামলে ছেলের দেহের স’ন্ধান পান ডুবুরি দল । এরপর ফায়ার সার্ভিসের কর্মীরাসহ স্থানীয়রা নদী থেকে তাকে উ’দ্ধার করে বাঘারপাড়া ৫০ শয্যা হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃ’ত ঘোষণা করেন।
বাঘারপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি দলকে আসার জন্য খবর দিয়েছিলাম। তারা পথে থাকাবস্থায় নি’খোঁ’জের মৃ’ত’দে’হ উ’দ্ধার হয়।
স্থানীয়রা জানান, নি’হ’ত সজীব মানুষিক ভারসাম্যহীন সে প্রতিবন্ধী ছিল। তবে সে সাঁতার ও জানতো না ।