প্রশান্ত বিশ্বাস,বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ
“”বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চল কৃষি উন্নয়ন। প্রকল্পের আওতায় তিন দিন, ব্যাপি। কৃষি মেলা -২০২৩ স্থান : উপজেলা পরিষদ চত্বর।
আয়োজনে :উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘারপাড়া যশোর।
”উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন , বাঘারপাড়া কতৃক আয়োজিত ২৪ জানুয়ারি ২০২৩, উপজেলা চত্বরে (অবকাশ) এ আয়োজিত তিন দিন ব্যাপী ” জেলা কৃষি৷ মেলা-২০২৩” উক্ত মেলায়– ২৫ –টি স্টল নানা অরগ্যানিক পদ্ধতি উৎপাদিত বিভিন্ন ধরনের সবজির প্রদর্শন করা হয়েছে।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এবং কৃষি খাতে উন্নয়নে।
বৈঠকে জাতীয় কৃষি বিপণন নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
” এই নীতিতে কতগুলো বিষয়ের ওপর গুরুত্ব,,,,,, দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- কৃষি ব্যবসায় বাজার সংযোগ বৃদ্ধি,,,,,,,,,,,,,,,,,,,,,, কৃষি বিপণন সহায়ক বাজারের তথ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, ও বিপণন জোরদার, কৃষি উপকরণ এবং বিপণনকে সহজ ও আধুনিক করা, কৃষিপণ্যের৷ গুদাম ও সংরক্ষণাগারের ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি বিপণন সংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন, কৃষি ব্যবসার মাধ্যমে যুব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমানোর পদক্ষেপ নেওয়া নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্য সহনীয় করার জন্য সরববরাহ ব্যবস্থা দেখভাল করা।
শুভানুধ্যায়ীদের ঋণ সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। এবং কৃষি খাতে সব ধরনের সুযোগ সুবিধা আজও তার ধারাবাহিকতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবেন।
এ মেলার শুভ উদ্বোধন আরও ছিলেন বাঘারপাড়া উপজেলা (চেয়ারম্যান) ভিক্টোরিয়া পারভীন সাথী। এ আরো উপস্থিত ছিলেন উপজেলা( ভূমি) সহকারী অফিসার তামান্না ফেরদৌসী, উপজেলা (ভাইস) চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, ও উপজেলা (মহিলা ভাইস ( চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, প্রমুখ।