বাগেরহাট প্রতিনিধিঃ
বিশেষজ্ঞ দল সঙ্গে নিয়ে কুমিরের অবয়ব বানিয়েছিল সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল প্রজনন কেন্দ্র। এবার তারা কোনো বিশেষজ্ঞ ছাড়া বানিয়েছেন বাঘের অবয়ব। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে একটি মৃত বাঘের হাড় ও বিভিন্ন অঙ্গ। নিজেদের চেষ্টায় এ কাজে বন বিভাগের কর্মকর্তাদের সময় লেগেছে এক বছর।
গত বছরের ২৯ জানুয়ারি সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরে বার্ধক্যজনিত কারণে একটি বাঘ মারা যায়। সেই বাঘের হাড় ও অন্যান্য অঙ্গ দিয়ে এই অবয়ব তৈরি করা হয়েছে।
অবয়ব তৈরিতে নেতৃত্ব দেন সুন্দরবন পূর্ব বন বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির। তাকে সহযোগিতা করেছেন বন বিভাগের বোটম্যান মোস্তাক আহমেদ, কুমির শেডের তত্ত্বাবধায়ক নিমাই রপদান ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র জামে মসজিদের ইমাম হাফেজ আবুল হাসান।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, করমজলে আগে একটি কুমিরের অবয়ব তৈরি করা হয়েছিল। সে সময় আমাদের সহযোগিতা করেন একদল বিশেষজ্ঞ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আমরা নিজেদের চেষ্টায় বাঘের অবয়ব বানিয়েছি। নিজেদের আগ্রহ থেকে এতি তৈরি করেছি। মৃত বাঘের চামড়াটি সংরক্ষণ করা হয়েছে।
আজাদ কবির আরও বলেন, চামড়া ও হাড় দীর্ঘস্থায়ী করতে ধাপে ধাপে নানা প্রক্রিয়া সম্পন্ন করেছি। এ কারণে সময় বেশি লেগেছে। বাঘের অবয়ব ও চামড়া দর্শনার্থীদের জন্য করমজল ইন্টারপিটিশন এবং ইনফরমেশন সেন্টারে রাখা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।