ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধিঃ
মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ চূড়ান্ত করে গাইবান্ধা জেলা পুলিশ।
গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর চূড়ান্তভাবে ৮৭ জন উত্তীর্ণ হয়। গতবছরের ২ জন সহ মোট ৮৯ জন এর মধ্যে নারী ১৫ জন,পুরুষ ৭৪ জন।উত্তীর্ণ বাছাইকৃত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরণের নিমিত্তে মঙ্গলবার (২ মে) সকাল ৯ টায় পুলিশ লাইন্স মাঠে বিদায় সংবর্ধনা আয়োজন করে জেলা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার সকল ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)দের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং মিস্টিমুখ করান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।তিনি বাছাইকৃত পুলিশ কনস্টেবল সদস্যদের উদ্দেশ্য আর বলেন,ট্রেনিং চলাকালীন সময় শৃঙ্খলা ভঙ্গ করলে আগামীর বাংলাদেশ তোমরা গড়তে পারবে না।এছাড়া কাউকে মাদকাসক্ত প্রতি আসক্ত হওয়া যাবে না।এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), শুভ্র দেব, সহকারী পুলিশ সুপার, মোঃ নুর আলম টিআই (প্রশাসন), মোঃ হেলাল উদ্দিন, টিআই, অফিসার ইনর্চজ(মোটরযান শাখা), আব্দুল বাকী আরআই(পুলিশ লাইন্স), প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)দের অভিভাবকবৃন্দ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।