মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম ফটিকছড়ি জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ২ দিনব্যাপী ১০১ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন বৃহস্পতিবার এবং শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতের মহাসচিব মাহফিলে মাওলানা সাজিদুর রহমান হেফাজতে ইসলামের পক্ষ থেকে সরকারের কাছে ৫ দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হল : ১. স্বাস্থ্য সুরক্ষার নামে সিলেবাসে অশ্লীল ও চরিত্র নষ্ট করার শিক্ষা পদ্ধতি বাতিল ২. আল্লাহ ও রসুলকে নিয়ে যারা কুটুক্তি ও গালি দিবে তাদের ফাঁসির আইন সংসদে পাশ করা ৩. কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা ৪. মাওলানা মামুনুল হকসহ যারা জেলে আছেন তাদের অনতিবিলম্বে মুক্তি দেওয়া ও ৫. আলেমদের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশ সম্পন্ন হয়।
মাহফিলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর পরিচালক আল্লামা খলিল আহমদ খোরাইশি, আল্লামা আবদুল হক হক্কানি, জামিয়া বাবু নগররের শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা আবদুল বাসেত খান সিরাজি, মাওলানা খোরশেদুল আলম কাসেমি, গাজী সানাউল্লাহ রহমান প্রমুখ