প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ১২:৩৬ এ.এম
বামনডাঙ্গায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে গণ অবস্থান ও মানববন্ধন
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গণ অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে বামনডাঙ্গা রেল স্টেশন চত্বরে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ গণ অবস্থান ও মানববন্ধন করা হয়।
আয়োজিত গণ অবস্থান ও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো স্টেশন এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে।
গণ অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন - বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভা শমেস উদ্দিন বাবু, সাবেক সভাপতি মজনু হিরো, সাংগঠনিক সম্পাদক এম এ আউয়াল কবীর, সন্ত্রাস ও নাশকতা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু রাম রায়,ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, ইউপি সদস্য রানু মিয়া, যুবলীগ নেতা স্বপন রাম রায়, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লিবন মিয়া, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান হাবীব, জয়ন্ত সাহা যতন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ অবিলম্বে জনবহুল বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দাবি জানান এবং ট্রেনটির যাত্রা বিরতি না দিলে লাগাতার আন্দোলন ও গণজমায়েত করার ঘোষণা দেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com