মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
টাংগাইল জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া (ইনডোর এবং আউটডোর) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১:০০ ঘটিকার সময় অত্র কলেজের মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আহবায়ক বার্ষিক ক্রীড়া (ইনডোর এবং আউটডোর) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এর মোঃ পারভেজ সাজ্জাদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন: প্রফেসর মোঃ আবদুল মান্নান অধ্যক্ষ, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল, উদ্বোধকঃ জনাব তাহমিনা জাহান (শিলা) উপাধ্যক্ষ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকার কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল, বিশেষ অতিথি: জনাব মোঃ জামিল হোসেন সম্পাদক শিক্ষক পরিষদ অত্র কলেজ।
ক্রীড়া পরিচালনায় ছিলেনঃ জনাব মোঃ সাইফুল ইসলাম শরীরচর্চা শিক্ষক।
অধ্যক্ষ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র উপস্থিতি কম ছিল এটা সত্যি আর যেহেতু বাইরের গেস্ট ছিল না তাই আয়োজনও মোটামুটি করেছি।
মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলীসহ ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। এবং অত্র কলেজের রোভার স্কাউটস এর সকল সদস্যরাও অংশ নেয়।