কাজী বিপ্লব হাসান:
মুন্সীগঞ্জে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে আজ ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ ইং বার্ষিক পিঠা উৎসব পালিত হয়েছে। কলেজে সাহিত্য ও সাংস্কৃতি কমিটির আয়োজনে এই পিঠা উৎসব পালিত হয়। হরগঙ্গা কলেজের মাঠে সকাল ১০ টা থেকে এই আয়োজন শুরু হয়। উক্ত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম। সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে উক্ত পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খাঁন, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, প্রেঃ প্রঃ ড. ইয়াজউদ্দিন রেসিঃ মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রাক্তন সভাপতি মতিউল ইসলাম হিরু, সহ বিভিন্ন মিডিয়া ও প্রিন্টিং এর সাংবাদিকগন এবং উৎসাহি দর্শকবৃন্দ। এছাড়া কলেজের শিক্ষকদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খাঁন রফিকুল ইসলাম, পিঠা উৎসবের আহবায়ক ইংরেজী বিভাগের অধ্যাপক মুন্সী সিরাজুল হক, হিসাববিজ্ঞানের সহকারি অধ্যাপক মামুনুর রশিদ, হিসাববিজ্ঞানের প্রভাষক পূর্ণিমা ঘোষ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক ড. সুশীল কুমার সাহা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক এমারত হোসেন ইমরান। পিঠা উৎসবে পিঠা খাওয়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন পিঠা উৎসব কমিটি। ছাত্র-ছাত্রীদের মনে বাঙ্গালিদের নিজস্ব লোকজ বৈশিষ্ট ও ধারা সমুন্নত রাখতেই তাদের দ্বারা এই পিঠা উৎসবের আয়োজন করেন সরকারি হরগঙ্গা কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটি। এই পিঠা উৎসবে কলেজের বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, দর্শন বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সমাজকর্ম বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণী বিজ্ঞান বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, রোভার স্কাউট, বিএন সি সি ও রেড ক্রিসেন্ড সহ মোট ১৮ টি বিভাগের স্টল পিঠা উংসবে স্থান পায়। স্টলগুলোতে কিছু পিঠা আসে যার নাম না বল্লেই না যেমন: পাটিশাপটা, বিবিখানা, ঝিনুক পিঠা, ফুলছড়ি, দুধ চিতই, নকশি পিঠা, দুধ পুলি, মুগ পাকন, কুলা নকশি সহ মোট ৫২ রকমের পিঠা স্টলগুলোতে দেখা যায়। পিঠা উৎসবে প্রথম স্থান অধিকার করে সমাজকর্ম বিভাগ, রাষ্টবিজ্ঞান ও অর্থনীতি বিভাগ যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে এবং তৃতীয় স্থান অধিকার করে রোভার স্কাউট ও গণিত বিভাগ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।