সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধিঃ
২০ এপ্রিল ২০২৪ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা প্রশাসক জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় উক্ত অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মহোদয়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মহোদয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে মান্যবর কমিশনার ক্রীড়া সালাম গ্রহণ করেন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড্ডয়নের মাধ্যমে তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ক্রীড়া প্যারেড শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।