আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেছেন, বাল্যবিয়েকে না বলুন কথাটি সকলকে অন্তরে ধারণ করতে হবে এবং স্বপ্ন অনেক বড় করে দেখতে হবে। বাল্যবিয়ে বন্ধে বা প্রতিরোধ করতে সকলকে একযোগে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। যেখানে বাল্যবিয়ের আয়োজন করবে তার পূর্বে প্রশাসন অব্যশই জানাবেন। বাল্যবিয়ের অন্যতম কারণ বখাটে ছেলেদের প্রেমের ফাঁদে জড়ানো।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে মোংলা উপজেলার পশ্চিম দত্তেরমেঠ স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা সেশন অনুষ্ঠান পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি অভিভাবকদেরকে বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার জন্য এবং হাতে স্মার্ট ফোন তুলে না দেয়ার জন্য অনুরোধ করেন। তিনি ব্র্যাকের এই কার্যক্রমকে যুগোপযোগী উদ্যোগ বলে মন্তব্য এবং ভূয়সী প্রশংসা করেন।
তিনি স্বপ্নসারথিদেরকে বাল্যবিয়ে প্রতিরোধে গঠনমুলক পরামর্শ দেন এবং আবেগের বশবর্তী হয়ে কোন ছেলের প্রেমের ফাঁদে না জড়ানোর জন্য সবাইকে সতর্ক করেন।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আয়োজিত "রুখবো এবার সবাই মিলে, নির্যাতন আর বাল্য বিয়ে" বিষয়ক সেশনটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) মো: ইসমাইল হোসেন।
কর্মসূচির চলমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক (সেলপ) পলাশ হালদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী এসএস ইদ্রীস আলম সহ আরো অনেকে।
সেশনে ২৫ জন স্বপ্নসারথি এবং তাদের অভিভাবকগণ অংশগ্রহন করেন।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।