মোহাম্মদ সোলাইমান,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ (১৮ ই) নভেম্বর রোজ সোমবার রাত ১০ ঘটিকায় হাটহাজারী পৌরসভাধীন ১১ মাইল নামক জায়গায় (চট্ট- মেট্রো- জ -১১-১০৯৬) খাজা গরীবে নেওয়া বাস থেকে নামতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ সোয়াইব (৩৪) নামে একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, নিহত সোয়াইব শাহ অলিউল্লাহ (রহ) মাদ্রাসায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। তিনি খুব ভালো শিক্ষক ছিলেন। তিনি সকলের সাথে খুব ভালো ব্যবহার করতেন।
হাটহাজারী মডেল থানার পুলিশ এস.আই সজীবের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি দৈনিক সময়ের সংলাপ জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে যিনি নিহত হয়েছেন। তার নাম মোঃ সোয়াইব (৩৪), পিতা মোঃ জমির উদ্দিন, মাতা: নাসিমা বেগম, থানা মহেশখালী, জেলা: কক্সবাজার।
তিনি হাটহাজারী পৌরসভাধীন ১১ মাইল শাহ অলিউল্লাহ (রহ) মাদ্রাসার শিক্ষক ছিলেন।
নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ তসলিম উদ্দিনের
সঙ্গে কথা হলে তিনি দৈনিক সময়ের সংলাপ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহ অলিউল্লাহ (রহ) মাদ্রাসায় সরজমিনে গিয়ে দেখা যায়। হাইওয়ে পুলিশ এবং হাটহাজারী মডেল থানার পুলিশের উপস্থিতিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং রাত ১২:৩০ মিনিটে মাদ্রাসার মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজা শেষে তার নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে মহেশখালীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়।