জসীমউদ্দীন নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড দেখে দলের ভবিষ্যৎ নিয়ে সচেতন নেতা-কর্মীরা অসহায় বোধ করছেন। বাংলাদেশের রাজনীতি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিএনপির চেয়েও জনপ্রিয় দল ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ। দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপরিচালনের জন্য সহযোগিতা না করে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সম্ভাবনাময় রাজনৈতিক দল হওয়ার পরেও দলটি তার হঠকারি রাজনীতির কারণে আজ বিলুপ্তপ্রায়। দলটির তৎকালীন নেতৃত্বে যারা ছিলেন, তারা খুব অল্প বয়স্ক ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশের যুবসমাজ তাদের নেতৃত্ব মেনে নিয়েছে। এদিকে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকে ধ্বংসের জন্য এমন কোনো কর্মকাণ্ড নেই যে করেনি। '৭৫-এর ১৫ আগস্ট পৃথিবীর ইতিহাসের নির্মম জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছিল। জাসদ তার তথাকথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে বাংলাদেশের যুবসমাজকে ভুল দিকনির্দেশনা দিয়েছে। তাদের সেই হঠকারি রাজনীতির কারণে আজকে জাসদ নামক রাজনৈতিক দলের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বিএনপি জাসদের চেয়েও মারাত্মক হঠকারি রাজনীতি শুরু করেছে। যার ফলে দলটির বিশাল সমর্থক গোষ্ঠী কত দিন দলটির প্রতি সমর্থন দিয়ে যাবে; তা আজকের প্রশ্নের সম্মুখীন। আওয়ামীবিদ্বেষী বিশাল একটা গোষ্ঠীর সর্ব অবস্থায় লক্ষ্য করা যায়, বিএনপিকে তাদের প্রকৃত প্লাটফর্ম ভেবে সমর্থন দিয়ে আসছে। অপর দিকে তারা ক্ষমতার স্বাদ তাদের সমর্থিত রাজনৈতিক দলের মাধ্যমে উপভোগ করতে চায়, কিন্তু বিএনপি যেভাবে রাজনীতি থেকে দূরে সরে হঠকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজনীতি করছে, তাতে স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় দলটির যে পরিণতি হয়েছে, বিএনপির সেই পরিণতি হয় কি না সময় বলে দেবে। স্বাধীনতার সময় যেসব ছাত্রনেতা বাংলাদেশের কান্ডারি হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে আ স ম আব্দুর রব ও শাজাহান সিরাজ অন্যতম। এরা জাতির কাছে যথেষ্ট পরিচিত ছিল এবং জাসদের নেতা হিসেবে দেশের মানুষের কাছে যথেষ্ট পরিচিতি অর্জন করে। কিন্তু হঠকারি রাজনীতির কারণে তারা আজকে স্মৃতির আড়ালে চলে গেছে। মানুষ ভুলে যাচ্ছে। আ স ম আব্দুর রব জেএসডি নামক ব্যাকেট বন্দী একটি দলে তার নামমাত্র উপস্থিতি জানান দিচ্ছেন। যারা একসময় বাংলাদেশ দাপিয়ে বেড়িয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ দিয়েছেন। স্বাধীনতার পর সেই চ্যালেঞ্জে বঙ্গবন্ধু একধরনের দিশেহারা হয়ে পড়েছিলেন।
আজকে বিএনপির যে রাজনৈতিক অবস্থা, তাতে স্বাধীনতার পর জাসদের যে হঠকারি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, তার ফলে তারা অস্তিত্ব হারিয়েছে। আজ বিএনপিও কি জাসদের মতো অস্তিত্ব হারানোর পথে বসেছে। এখন আওয়ামীবিদ্বেষী যে গোষ্ঠীটা, তারা যদি সত্যিকারে আওয়ামীবিদ্বেষী কোনো প্লাটফর্ম পায়, তাহলে তারা বিএনপিকে ত্যাগ করতে সময়ের ব্যাপার মাত্র। কারণ, বাংলাদেশ প্রয়োজনে হোক আর অপ্রয়োজনেই হোক, ভারতবিদ্বেষী যে একটি বিশাল গোষ্ঠী আছে, এই গোষ্ঠী তাদের মনের মতো নেতা বা দল পেলে বিএনপিকে ত্যাগ করতে সামান্য সময়ও নেবে না। কিন্তু বর্তমানে এ ধরনের দল বা নেতৃত্ব পাচ্ছি না বলে বিএনপি ত্যাগ করছে না। বিএনপি আগামী দিনের জন্য কী রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণ করবেন এবং কীভাবে নেতৃত্ব দেবে, তা এখনই সিদ্ধান্ত নিতে হবে। নতুবা দলটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মতো অস্তিত্বের সংকটে পড়বে। যেভাবে পড়েছে আ স ম আব্দুর রব ও হাসানুল হক ইনুরা।
লেখক: হাইস্কুল পড়াকালে প্রগতিশীলরা ছাত্র রাজনীতি, এরপর ভিসামুক্তবিশ্ব ছাত্র আন্দোলনের সভাপতি, তারপর সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের নেতৃত্ব, এরপর ফরওয়ার্ড পার্টির প্রতিষ্ঠাতা সদস্য।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।