মোঃ শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
পদ্মাসেতু অতিক্রম করে যে জেলার মানুষগুলোকে ঢাকায় যাতায়াত করতে হয় সেসব জেলা থেকে সাম্প্রতিক বিএনপির সমাবেশগুলোতে সবচেয়ে কম মানুষ ও নেতাকর্মী টানতে পেরেছে বিএনপি। সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, ভাঙ্গা গোলচত্বর অতিক্রম করার পর অনেকেই আর ঢাকার আন্দোলনে না গিয়ে সেতু এলাকা পরিদর্শন করে বাড়ি ফিরে গেছে।
এটাই বাস্তবতা। পদ্মা প্রজন্মের পর প্রজন্ম ওই এলাকার মানুষের জন্য অভিশাপ ছিলো। শেখ হাসিনা সেখানে আশির্বাদ হিসেবে পদ্মাসেতু নির্মাণ করেছেন।
বরিশাল বিভাগ রেলসংযোগ বিচ্ছিন্ন। কিছুদিনের মধ্যেই এই বিভাগকে পদ্মাসেতুর মাধ্যমে রেলসংযোগের আওতায় আনবেন শেখ হাসিনা। ওই এলাকার মানুষের জন্য যা ছিলো স্বপ্ন, তা এখন সত্য। এই সত্যকে অতিক্রম করার ক্ষমতা কারো নেই। বিএনপি’র তো প্রশ্নই ওঠে না।
এদেশের মানুষ সঠিকটা চিনে নিতে পারে। তারা বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়েছে, বঙ্গবন্ধু তাদের স্বাধীনতা ও দেশ উপহার দিয়েছেন। এদেশের মানুষ শেখ হাসিনার জন্য গণরায় দিয়েছে, শেখ হাসিনা তাদের দু:খ-দুর্দশা দূর করে উন্নত জীবন উপহার দিয়েছেন। আস্থা-ভালোবাসা-বিনিময়ের এই পরম্পরা ঐতিহাসিক, অবিচ্ছেদ্য, অনন্ত।