হাটহাজারী উপজেলাধীন ৩ নং মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ জনসমাবেশের আয়োজন করা হয়। উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এস এম. ফজলুল হক উপদেষ্টা, বিএনপির চেয়ারপার্সন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুল আলম চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা পরিষদ। উক্ত জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ সাবেক চেয়ারম্যান, শিকারপুর ইউনিয়ন পরিষদ, মাওলানা মীর কাশেম সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও আলহাজ্ব জাকের হোসেন সাবেক চেয়ারম্যান,১১ নং ফতেপুর ইউনিয়ন পরিষদ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম.ফোরকান চৌধুরী সহ-সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নুরুল ইসলাম কন্ট্রাক্টর সাবেক সাধারণ সম্পাদক, ৩ নং মির্জাপুর ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এস এম.ফজলুল হক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য যারা জেলে ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছাত্রনেতা শফিউল আলম, ইব্রাহিম খলিল, জাহেদুল ইসলাম, শহিদুল ইসলাম, জানে আলম,মোহাম্মদ ইকবাল, আজম,সৌরভ সহ আরো অনেকেই।

আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা বাঙালি উজ্জীবিত হয়ে দেশকে শত্রু মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলাম। স্বাধীনতার পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। শুধু তাকেই হত্যা করে ক্ষান্ত হয়নি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে শেখ হাসিনা অন্যায় ভাবে হত্যা করেছিল এবং বড় ছেলে তারেক রহমানকে এমনভাবে পিটিয়ে ছিল যে তার কোমরের হাড় ভেঙ্গে গিয়েছিল। এবং তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। তিনি এখনো লন্ডনে রয়েছেন। আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি আমাদের মাঝে আসবেন এবং নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে দেশের হাল ধরবেন। প্রধান বক্তার বক্তব্যে মাহবুবুল আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগ এবং তার দোসররা সাধারণ মানুষের উপর অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি,টেন্ডারবাজি করার কারণে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, আমাদের উচিত এই সকল অপকর্ম থেকে বিরত থাকা, মানুষের সাথে মিশে বন্ধুসুলভ আচরণ করা এবং মানুষের মঙ্গলে কাজ করা। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো দিয়েছেন, তা যদি বাস্তবায়ন করা যায়। তাহলে দেশের মানুষ নিরাপদে এবং শান্তিতে বসবাস করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।