বাগেরহাট প্রতিনিধিঃ
জাতির পিতার ভ্রাতুষপুত্র বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন বিএনপির রাজনীতি হচ্ছে দেশের মানুষকে পুড়িয়ে হত্যাকরা। তারা নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন কোনোদিনই পূরন হবেনা।
সোমবার চিতলমারীাতে শেখ হেলাল উদ্দিন এমপির অনুদান কৃত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হেলাল উদ্দীন আরো বলেন, বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখান করেছে। তাই এতিমের টাকা চুরির দায়ে খালেদা জিয়া যখন জেলে ছিল তখন তারা আন্দোলন করে তাকে জেল থেকে মুক্ত করতে পারেনি। তিনি বলেন, আমার চাচা বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যার পর আমার মা থানায় একটি জিডি করতে গিয়েিেছল সেদিন সেই জিটি পর্যন্ত থানায় করতে পারেনি। খালেদা, তারেকের নির্ধেশনায় বিএনপি মহাসচিব মির্জা ফকরুলের পরিচালনায় এদেশে অগ্নি সন্ত্রাস করে পাাঁচ শতাধিক মানুষকে অগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। অগ্নি দগ্ধ হয়েছিল ৩হাজারের বেশী মানুষ, সেদিন মানুষের আর্তনাদ এদেশের মানুষের আজও মনেপড়ে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা আগুন-সন্ত্রাসী। আজ তারা সভা সমাবেশের অধিকারে কথা বলে। অধিকার দেয়া হয়েছে বলেই দেশব্যাপী তারা সমাবেশ করছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসীদের আর ছাড় নয় সময় এখন প্রতিহতের।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের সংগঠনিক সম্পাদক এম,এম কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা,ওসি এ,এইচ, এম, কামরুজ্জামান। চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, কলাতলা ইউপি চেয়ারম্যান বাদশা শেখ, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু সাহিন, শিবপুর চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি, যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম।
এর পূর্বে শেখ হেলাল উদ্দীন উপজেলার রহমতপুর ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসার ও বড়বাড়িয়া মৈজোড়া সরকারি প্রধমিক বিদ্যালয়ের নবনির্মীত ভবনের উদ্বোধন করেন।