মানিকগঞ্জ জেলা প্রতিনিধি (মোঃ শামীম মিয়া)
রোববার ১১ ই ডিসেম্বর মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। খুব জাকজোমক ভাবে সকাল থেকেই মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলনটি শুরু হয়। দীর্ঘ ৮ বছর পর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে বলে আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানান। সম্মেলনে প্রধান অথিতি সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, ১০ তারিখে যে কি খেলা খেলেছেন দেশের মানুষ তা দেখেছে। বিএনপির ৭ এমপির মধ্যে ৫ জন পদত্যাগ করেছে বাকী ২ জন বাহিরে আছেন। বিএনপির এমন সিদ্ধান্তে সংসদ কখনো ভেঙ্গে যাবে না। বরং তারা কঠিন ভুল করলেন। সংসদে ১৫১ টি আসন থাকলেই যথেষ্ট। তার পরেও রয়েছে জাসদ ও জাতীয় পার্টি সহ অন্যান্য শরীক দল। এ ছাড়া বিএনপির আচারন অত্যন্ত জঘন্যতম কেননা তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নাম উচ্চারণ করার সময় অসম্মান করে কথা বলেন। তা ছাড়া বিএনপি তো কখনো দলীয় কার্যসভা নিয়মিত ভাবে করতে জানে না যেটা আমরা আওয়ামীলীগ নেতৃবৃন্দ তিন মাস পর পর করে নিয়মিত করে থাকি। বিএনপির সমাবেশ কবে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও সঠিক জানেন না। তাই বলছি এখনো সময় আছে সাবধান হয়ে যান। খেলাতো শুরু হবে আগামী ডিসেম্বর থেকে।প্রথম অধিবেশন বক্তব্যে শেষ করে দ্বিতীয় অধিবেশনে ওবায়দুল কাদের মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালামের নাম পুনরায় ঘোষনা করেন। পরে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে চলে যান।