মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধানঃ
রংপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে ধ্বংস করে পালিয়েছেন, লুটপাট করে দেশের অর্থনীতিকে ডুবিয়ে মেরেছে। তাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় নিতে হবে এবং জুলুম অত্যাচার আর খুনের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যাতে করে আর কোন দানব সরকারের আসার সম্ভাবনা না থাকে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় একথা বলেন তিনি।শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের লুটপাটের কারনে দেশে সব দিকে এখন শুধু হাহাকার, সকল প্রকার ব্যাংক বীমা ধ্বংশ করে দিয়েছেন, নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করেছে। এই ভাঙা দেশকে পুননির্মাণে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। বিএনপি অতিতের মতো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে ক্ষমতায় আসবে। এজন্য সংগঠনকে আরো সুসংগঠিত করতে, শক্তিশালী করতে বিএনপি মাঠে নেমেছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি আরো বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হবে। এজন্য আমাদের তৈরী হতে হবে সেইভাবে। সকল অপশক্তি প্রতিরোধে সতর্ক থাকতে হবে। এসময় তিনি নির্বাচন নিয়েও সর্তক থাকার পরামর্শ দেন সকল পর্যায়ের নেতাকর্মীদের।বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর’র সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বেবি নাজনীনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠিত বিভাগীয় বিএনপির সাংগঠনিক সভায় রংপুর বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলার সকল ইউনিটের আহবায়ক ও সদস্য সচিবগণ অংশ নেয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।