সোহারাফ হোসেন সৌরাভ,সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শনিবার সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বএনপির আহবায়ক এ্যাড.সৈয়দ ইফতেষার আলীর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম ,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান , , জেলা ছাত্রদলের সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম চন্দন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সংবিধান জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে। অথচ প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সমালোচনা সহ্য করতে পারবেননা। তাহলে কেন তারা দায়িত্ব নিয়েছেন।
তিনি আরও বলেন,নির্বাচনের তথ্য সংগ্রহে সাংবাদিকদেও অবাধ সুযোগদিতে হবে। ব্যালট পেপারের মাধ্যমে ভোট করতে হবে। ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করতে হবে। পরিশেষে তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।