মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
বিএনপি-জামায়াতের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার গণপরিবহনের তেমন দেখা মিলেনি। তবে এ মহাসড়কে লেগুনা, সিএনজি, অটোরিকশা ও অটোভ্যান চোখ পড়ে বেশি
রবিবার ভোর থেকে বেলা সাড়ে ৪ টা পর্যন্ত এ মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা, মির্জাপুর চরপাড়া এলাকাঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন তেমন না থাকায় বিপাকে পড়ে ঢাকাগামী চাকুরীজীবী যাত্রীরা। টাঙ্গাইল মির্জাপুর পৌর শহরের বাইপাস এলাকার দিকে লেগুনা ও সিএনজি ছাড়া বাস চলাচল করতে দেখা যায়নি।
অপরদিকে বিএনপি-জামাতের ডাকা হরতালের কারণে মহাসড়কে তিন চাকার ছোট ছোট পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বেশ কিছু জায়গায় দেখা গেছে অটো রিক্সা, সি এন জি চালকরা বেশি ভাড়া আদায় করছে।