আলী আজীম,মোংলা (বাগেরহাট):
সারা বিশ্বে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির বিরাজমান। জ্বালানি তেল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সকল পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিএনপি-জামায়াত সেই পরিস্থিতিকে ইস্যু বানিয়ে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য শুরু করেছে। দেশে সরকার বিরোধী নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মানুষের মধ্যে বিভেদ বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশ্ব পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াতের যে অপকর্ম করছে তা রুখতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদা প্রস্তুত। তারা জনগণকে ভুল বুঝিয়ে ধোকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তাদের সেই অপরাজনীতির দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় গণসংযোগে এসব কথা বলেন চিত্র নায়ক শাকিল খান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আ’লীগের একজন কর্মী হিসেবে কাজ করি। মনোনয়ন দেওয়ার একমাত্র একতিয়ার হলো জননেত্রী শেখ হাসিনার। তিনিই ঠিক করবেন কাকে মনোনয়ন দেবেন। আর তিনি যদি আমাকে মনোনয়ন দেন আমি জনগনের জন্য সেইভাবে কাজ করবো। আমি নতুন প্রজন্ম নিয়ে কাজ করতে চাই। এই মোংলাতেই বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে।
এসময় গণসংযোগে তার সাথে ছিলেন আ’লীগ নেতা মোঃ হাবিবুর রহমান, পৌর ৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, পৌর যুবলীগ নেতা মোঃ শাহিন শিকদার, উপজেলা যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।