পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে যাত্রীবাহী বাস থেকে প্রায় এক কেজি একশত গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত কোকেন এবং হেরোইনের মূল্য প্রায় ৫৪ লাখ ৫৫ হাজার টাকা । তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে আল গালিব নামে একটি যাত্রীবাহী বাস থেকে এসব মাদক উদ্ধার করা হয় । তবে কোকেন এবং হেরোইনের সাথে সংশ্লিস্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তেঁতুলিয়া থেকে মাদক আসছে। তাৎক্ষনিক ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নির্দেশনায় জভজনপুর বিওপির অধীনে সড়কে চেক পোষ্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী আল গালিব নামে বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের লকার/বাংকারে একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি একশত গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জব্দকৃত কোকেন এবং হেরোইনের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা নিরূপন করেন। উদ্ধারকৃত কোকেন এবং হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এবং স্বরাস্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল মো. জাহাঙ্গির আলম চৌধূরীর নির্দেশে সীমান্তে চোরাচালান এবং হত্যা রোধে পঞ্চগড় বিজিবি তৎপর রয়েছে। যে মাদকগুলো জব্দ হয়েছে যেহেতু এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি এজন্য এখনি কিছু বলা যাচ্ছেনা। তবে কোন মাদক ব্যবসায়ী চক্রের মাধ্যমেও এসব মাদক আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।