মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
হাইওয়ে পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, দূর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক শৃংখলা প্রতিষ্ঠায় হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষত ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপদ এবং স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষে হাইওয়ে পুলিশ প্রাণান্ত পরিশ্রম করে থাকে। গত ৯ মাস এই গুরুত্বপূর্ণ ইউনিটে আমি ডিআইজি অপারেশন্স এবং পশ্চিম বিভাগের দায়িত্ব সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সংগে পালন করেছি। সরকারী আদেশে আমার পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ হিসেবে বদলী হয়েছে। আমি খুব শিঘ্রই কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ হিসেবে যোগদান করবো। গতকাল হাইওয়ে পুলিশ হতে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি। হাইওয়ে পুলিশে আমার কর্মকালীন সময়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সক্রিয় সহযোগীতার জন্য হাইওয়ে পুলিশের সন্মানিত এডিশনাল আইজিপি স্যার, হাইওয়ে পুলিশে কর্মরত সুপ্রিয় সহকর্মী সকল ডিআইজি,
এডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, এডিশনাল পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, সহকারী সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলসহ হাইওয়েতে সেবা প্রত্যাশী সন্মানিত নাগরীকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
আশা করছি গণ প্রত্যাশা অনুযায়ী হাইওয়ে পুলিশ মহাসড়কে সেবা প্রত্যাশী সংশ্লিষ্ট সকলের সর্বাওক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যাত্রী এবং পণ্যবাহী সেবা প্রত্যাশী সকল যানবাহনের মালিক, চালক এবং সন্মানিত যাত্রীসাধারনের কাংখিত সেবা নিশ্চিত করবে ইনশাল্লাহ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।