এস এ আখঞ্জী, তাহিরপুরঃ
দেবী দুর্গা’কে বিদায় সংবর্ধনা জানিয়ে, দশমীর দিবসে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গা উৎসব।
আজ বুধবার(৫অক্টোবর) ভোর থেকেই, ভক্ত দের হৃদয়ে শোকের ছোঁয়ায় আঁখি জলে ছলছল, ব্যতিত হৃদয়ে দেবীকে বিদায় জানাতে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩০টি পূজা মণ্ডপের পূজারীগন,বিসর্জনের প্রস্তুতি নিয়ে দুপুরে নদীর গর্ভে প্রতিমা বিসর্জন করেন।
তাহিরপুর উপজেলার আইন শান্তি শৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছেন। যাঁর ফলে দুষ্কৃতকারী কোন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি।
উপজেলার ৩০টি পূজা মণ্ডপে কোন ধরনের
অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সব-কয়টি পূজা মন্ডপে উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দুর্গা উৎসব পালিত হয়েছে।
আনন্দময়ী দেবী দুর্গা মর্তে এসেছিলেন গজে চড়ে, ফিরে গেছেন নৌকায় কৈশালে।
এছাড়াও উত্তর ইউনিয়নর টিএলএমপির ট্যাকের ঘাট নবারুণ সংঘএরব সভাপতি, অমল পাল জানান এবারের পূজা উদযাপনের মাধ্যমে সব অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিকাশ ঘটবে ও সাম্প্রদায়িক অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ে উঠবে- এমনটাই প্রত্যাশা করি।