প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৪, ১২:২২ পি.এম
বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করলেন সাবেক ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
লন্ডনে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করেছেন সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, বিদেশের সম্পদ করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো টাকা নেইনি। বাবা ১৯৬৭ সাল থেকে লন্ডনে ব্যবসা করেছেন। আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে ১৯৯১ সাল থেকে সেখানে ব্যবসা করেছি। সেই ব্যবসা লন্ডনে সম্প্রসারণ করেছি। তবে মন্ত্রী থাকা অবস্থায় ভূমি মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতিও হয়নি। প্রয়োজনে উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করুন। কোনো দুর্নীতি প্রমাণ করতে পারলে এমপি পদ ত্যাগেরও ঘোষণা দেন তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক মন্ত্রী।
নির্বাচনি হলফনামায় বিদেশে সম্পদ থাকার কথা গোপন করার প্রসঙ্গে সাইফুজ্জামান চৌধুরী বলেন, হলফনামা পুরোপুরি বাংলাদেশের আয়কর রিটার্নের ওপর ভিত্তি করে দেওয়া হয়। এতে বিদেশে সম্পদের তথ্য দেওয়ার আলাদা কোনো ছক নেই। বাড়তি তথ্য কেন দিতে যাব। বিদেশে আলাদা আয়কর নথি আছে। আর বিদেশে যে সম্পদ আছে, এর পেছনে ব্যাংক ঋণও আছে।
মন্ত্রী থাকার সময় লন্ডনে ব্যবসার সম্প্রসারণ প্রসঙ্গে সাবেক মন্ত্রী বলেন, করোনা মহামারি আমার জন্য সুযোগ হয়ে আসে। ওই সময় লন্ডনে বাড়ির দাম পড়ে যায়। ব্যাংক ঋণের সুদ কমে যায়। তখন আমি ঝুঁকি নিয়ে লাভবান হয়েছি।
নিজেকে আগে ব্যবসায়ী পরে রাজনীতিক মনে করি উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী তিনি বলেন, নিজের নামে সম্পদ করেছি জেনেবুঝে। কারণ আমার সন্তানদের তখন মালিক হওয়ার মতো বয়স হয়নি। আমার বিদেশের সম্পদের পরম্পরা (ট্রেইল আছে) আছে। সুতরাং নিজের নামে সম্পদ করেছি জেনেই
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com