এম, টি, রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য বিসিক কার্যালয় গোপালগঞ্জ কর্তৃক ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার।
শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের এর সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক বিসিক শিল্পনগরী জনাব মো: হাবিবুর রহমান রাসেল।
উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এ, কে,এম শাহীদুল ইসলাম চৌধুরী অধ্যক্ষ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গোপালগঞ্জ, ফারজানা ইয়াসমিন, কাউন্সিলর ওয়েলফেয়ার সেন্টার গোপালগঞ্জ।
শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের কো- অর্ডিনেট পৃরমোশন কর্মকর্তা সুজাল, বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন দেশের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে সঞ্চালনায় জরীপ ও তথ্য কর্মকর্তা বিসিক জেলা কার্যালয়ের অর্ক সরকার। বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীরা কেন বিদেশ থেকে ফিরে এলেন সকলেই যার, যার সমস্যার কথা তুলে ধরেন প্রধান অতিথির কাছে তিনি সকলের কথা মন দিয়ে শুনলেন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছা: নাজমূন নাহার কে ফুলের শুভেচ্ছা জানান বিসিক কর্মকর্তা মো: হাবিবুর রহমান রাসেল। প্রধান অতিথি সকলকে বললেন বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনারা এই প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়ান। সরকার প্রবাসীদের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। এই কোর্সের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। এই শিল্প উদ্যোক্তা কৌশলগত অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ দক্ষতার ঘাটতি পূরণ করবে। বিসিক শিল্পনগরী কর্মকর্তা মো : হাবিবুর রহমান রাসেল বলেন এই কোর্সের মাধ্যমে অর্জনকৃত জ্ঞান ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে আপনারা স্বাবলম্বী হয়ে নিজেকে গড়ে তুলবেন। এই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ মাইলফল গোপালগঞ্জে প্রথমবারের মতো বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের প্রশিক্ষণ কোর্স প্রথম বারের মত চালু হলো। সামগ্রিক ভাবে জাতির আর্থিক ব্যবস্থাকে সুরক্ষিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যান গার্ড হয়ে কাজ করি। সোনার বাংলাদেশ গড়তে। এই প্রশিক্ষণ কোর্সে সৌদিআরব, কুয়েত, কাতার, জর্দান প্রত্যাগত অভিবাসী কর্মী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেন।