সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১:২০ মিনিটে ফরিদপুর জেলাধীন ভাংগা উপজেলার (পিইডিপি-৪) এর আওতায় বিদ্যানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
এ সময় বিদ্যানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) কে ফুলেল মালা দিয়ে ও ফুল ছিটিয়ে বরণ করে নেন। এরপর আলগী ইউনিয়ন ন্যাশনাল হাই স্কুলের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীরা এবং ম্যানেজিং কমিটির সদস্যরা মজিবুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, ভাংগা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম সিদ্দিক মিয়া, মেহেদী হাসান লিঠু, মেহেদী পারভেজ (চন্দন) ও রোমান সরদার সহ প্রমুখ।
উল্লেখ্য বিদ্যানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের জন্য ১ কোটি ২৫ লক্ষ ৩৮ হাজার ৭৬১ টাকা ব্যয়ে ভাংগা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে ভবনটি নির্মিত হচ্ছে।