উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মশিউর রহমান (৩৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মশিউর রহমান উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মো. সাত্তার গাজীর ছেলে ও চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুই বারের ইউপি সদস্য ও রাজগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে তার নিজের মাছের ঘেরে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- মশিউর রহমান এদিন এসময় তার মাছের ঘেরে কাজ করার সময় বৈদ্যুতিক শক খেলে ঘের পাড়ে যায়। এসময় সঙ্গে থাকা লোকজন উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মশিউর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।