আলী আজীম, মোংলা (বাগেরহাট):
"আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড" স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সংলগ্ন এলাকার অসহায় গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কৈখালী, ট্যাংরাখালী, কালিঞ্চি ও ভেটখালী এবং তৎসংলগ্ন এলাকায় সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ১৭০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।
তিনি আরও বলেন, এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট তামান্না তবাসসুম, এএমসি উপস্থিত ছিলেন। এছাড়াও এ ক্যাম্পেইন কন্টিনজেন্ট কমান্ডার কৈখালী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সকাল সাড়ে ১০টা থেকে হতে সাড়ে ১১টা পর্যন্ত পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর স্টেশন কমান্ডার লেঃ এ জেড এম জহুরুল ইসলাম, (এসডি)(কম), বিএন কর্তৃক ও সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত খুলনা জেলার কয়রা থানাধীন কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার কন্টিনজেন্ট কমান্ডার এম আবুল কালাম আজাদ কর্তৃক উপকূলীয় ও তৎসংলগ্ন অঞ্চলে অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয় জেলে, মাঝি ও পেশাজীবিদের সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক বক্তব্য দেন।
এ জনসচেতনামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।