ওমর ফারুক রনি, গাইবান্ধা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের মাঝে বরাদ্দকৃত বিনামূল্যে পাকা ঘর পেয়ে খুশি হয়েছে ফুলছড়ি উপজেলার উপকারভোগী গৃহহীনরা। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নেয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়। এ প্রকল্পের আওতায় ২০১৯ সালে প্রকল্প বাস্তবায়ন শুরু করে ফুলছড়ি উপজেলা প্রশাসন। ফুলছড়ি উপজেলার ০৭ টি ইউনিয়নে প্রথম পর্যায়ে ৭৫টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০টি, তৃতীয় পর্যায়ে ৩৩০টি, চতুর্থ পর্যায়ে ২৭৩টি এবং পঞ্চম পর্যায়ে ২০০টি সর্বমোট ১২৩৮টি পাকা ঘর নির্মাণ করে দেয় ফুলছড়ি উপজেলা প্রশাসন। প্রাথমিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে উপকারভোগী নির্বাচন করে উপজেলা প্রশাসন ধাপে ধাপে এই ঘরগুলি নির্মাণ করে উপকারভোগীদের বুঝিয়ে দেয়। উপকারভোগী গৃহহীনরা পাকা ঘর পেয়ে অত্যন্ত খুশি। ফুলছড়ি সদর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের গাবগাছি গ্রামের উপকারভোগী নুরজাহান, এন্তাজ আলী, খনচাপাড়া গ্রামের কালাম মিয়া এই প্রতিনিধিকে জানান “পাকা ঘরে বসবাস করব এটা জীবনে চিন্তা করি নাই। সারাজীবন অন্যের আশ্রয়ে কখনোত খোলা আকাশের নিচে ছিলাম। কোন খরচ ছাড়াই পাকা ঘর পেয়ে আমরা ভীষণ খুশি”। খনচাপাড়া গ্রামের দিনমজুর হানিফ মিয়া, কোন প্রকার টাকা পয়সা ছাড়াই ঘর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য ফুলছড়ি উপজেলার ০৭টি ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীগর্ভে এবং বাসিন্দারা চরাঞ্চলে বসবাস করেন। প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা, শিক্ষার ও নিরাপদ বাসস্থানের অভাবে চরাঞ্চলের জনগনকে মানবেতর জীবন যাপন করতে হয় এরূপ পরিস্থিতিতে কোন প্রকার খরচ ছাড়াই বিনামূল্যে পাকা ঘর পেয়ে উপকারভোগীরা শুধু খুশিই নন তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুর রহমান এই প্রতিনিধিকে জানান,মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব পাকা ঘর নির্মাণ করে কোন খরচ ছাড়াই বিনামূল্যে উপকারভোগীদের হস্তান্তর করা সরকারের একটি বিরাট সাফল্য। ফুলছড়ি উপজেলায় গৃহহীন যাতে কেউ না থাকে সেক্ষেত্রে সরকারের গৃহীত কর্মসূচী বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।