বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
আজ, ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া এই র্যালি পঞ্চগড় ব্যারিস্টার বাজার সংলগ্ন মাহির পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আনোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান বানু মুক্তি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহামুদার রহমান মাহাবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাপস, এবং জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি ও এর সমর্থকরা এখনো ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ। তারা আরও বলেন, শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী আচরণে গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতাকর্মীদের নির্মমভাবে দমন করা হয়েছে। তবে গণতন্ত্রকামী মানুষের লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্রের মুক্তির পথ ক্রমশ প্রসারিত হয়েছে।