আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নড়াইলের তারাশি বিলের মধ্যে ধান ক্ষেতে ‘জরুরি অবতরণ’ করেছে।
বুধবার দুপুরে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ওই বিমানে থাকা দুই বৈমানিক সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আফছার উদ্দিন বলেন, প্রশিক্ষণ বিমানটি যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে দুপুর ১টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে। বিকাল ৩টার দিকে তারাশি বিলে ধান ক্ষেতে কর্মরতরা বিমানটিকে নিচে নেমে আসতে দেখেন।
জরুরি অবতরণের পর বিমান থেকে দুই জন নেমে আসেন। তারা হচ্ছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার নাদিম। তাদের যশোরে বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। বিমান বাহিনীর ঊর্ধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দা হেদায়েত হোসেন বলেন, বিমানটিকে হঠাৎ নিচে নেমে আসতে দেখে বিলের মধ্যে কৃষিকাজে থাকা লোকজন ভয় পেয়ে সরে যায়। পরে বিমান নামার খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভিড় করে।
“বিমানটি নামার পর দুজন লোককে সুস্থ অবস্থাতেই নেমে আসতে দেখিছি আমরা।”
কিছু সময় পর যশোর থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌছায়। তবে বিমান বাহিনীর সদস্যরা কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।