প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৪, ১:১৪ পি.এম
বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছুটা কঠিন প্রতিপক্ষই পেলো বাংলাদেশ। ডি-গ্রুপে টাইগারদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। গ্রুপ পর্বেই দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। বি গ্রপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে আছে অস্ট্রেলিয়া। আর সি গ্রুপে আছে ওয়েস্টইন্ডিজ ও নিউজিল্যান্ড।
চার-ছক্কার ক্রিকেটের জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপের পর্দা উঠবে ৪ জুন।
যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হতে যাওয়া এবারের আসরে ডি গ্রুপে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
এ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের বাকি তিন সঙ্গী আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে বি গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।
গ্রুপ সি-তে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও বাছাইপর্বের চমক উগান্ডা।
বাংলাদেশকে খেলতে হবে আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে। পাশাপাশি সহযোগী সদস্য নেদারল্যান্ডসও টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল।
প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যাবে সুপার এইটে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com