মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক:
” বিশ্বতান এওয়ার্ড -২০২৩ ” অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক করার জন্য একটি “পূর্ব-পরিকল্পনা সভা”র আয়োজন করা হয়েছে৷ সময়ঃ ১০ই মার্চ শুক্রবার,বিকালঃ ৩.০০ টায়৷
স্থানঃ মুন স্টার হোটেল, সদরঘাট৷ উক্ত সভায় এ সকলকে যার যার দায়িত্ব অনুসারে উপকমিটি গঠন করা হয়েছে।।
উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য,উপদেষ্টা সুমি বিশ্বাস, সভাপতি নরেন সাহা,সহ সভাপতি নিবেদিতা আচার্য্য,মেন্টর খোকন মালাকার সাধারণ সম্পাদক অর্পিতা আচার্য্য,অর্থ সম্পাদক কনক বিশ্বাস, সদস্যদের মধ্যে ছিলেন সুমি,দিপা,অর্পনা,শ্রাবন্তী,
অংকিতা,ফ্লোরা,পৃথুলা,রুপ,শুভদীপ,সৌরভ,জয়,শান্ত,নিশান আরও অনেকেই উপস্থিত ছিলেন।। সাংবাদিক হিসেবে ছিলেন মুন্নি আক্তার।।ধন্যবাদান্তে-
অর্পিতা আচার্য্য
সাধারণ সম্পাদক -বিশ্বতান