মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদকঃ
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ছিলেন নাহিদ উদ্দিন হায়দার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাইদুর রহমান মিন্টু, আব্দুর নুর।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন নাহিদ নেওয়াজ, অশোক দাশ।।
আর ও উপস্থিত ছিলেন বিশ্বতানের প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য, সহ সভাপতি নিবেদিতা আচার্য্য, সভাপতি নরেণ সাহা, সাধারন সম্পাদক অর্পিতা আচার্য্য, অর্থ সম্পাদক কনক বিশ্বাস।।
সদস্য মধ্যে ছিলেন স্রাবন্তি,অর্পনা,সুমি,সুকন্যা, সাথী,শুভদ্বীপ প্রমুখ।।
সেরাকন্ঠ এ গ্র্যান্ড অডিশনে সিলেকশন হওয়ায় বিশ্বতান যাদের সম্মান জানিয়েছেন তারা হল-অপু, কৌশিক,রক্তিম জুয়েল।।
দারিদ্র্য দের বই বিতরন করেছেন নিবেদিতা আচার্য্য।।
এই পিঠা উৎসবে যারা যারা অংশগ্রহণ করেছে –
১.অর্পনা শীল
২.লাভলী দাস
৩.সুমি দাশ গুপ্তা
৪.লিজা দাশ
৫. রিতা সাহা
৬.ফ্লোরেন্স মজুমদার
পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন
অর্পিতা আচার্য্য।।
সাংবাদিক হিসেবে ছিলেন মুন্নি আক্তার ও জেসমিন জুই